আজকে আমি দেখাবো কিভাবে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করবেন। প্রতি টি স্টেপ আপনাদের বুঝিয়ে দিবো যেনো ই-পাসপোর্ট করার জন্য আপনাকে কোন প্রকার ঝামেলা বা দালাল ধরতে হবে না । দালাল ছাড়া ই-পাসপোর্ট করা খুবই সহজ। আপনারা ভুলেও কেউ ই-পাসপোর্ট এর জন্য দালাল ধরবেন না। আপনার পাসপোর্ট আপনি করবেন। যদি ই-পাসপোর্ট করতে কোন প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিবো।
বিস্তারিত বলার আগে আমরা জেনে নেই ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট কি।
ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টঃ
অনান্য উন্নত দেশগুলোর মতোই রিচেন্টলি বাংলাদেশে ই বা ইলেকট্রনিক পাসপোর্ট চালু হয়েছে। ই-পাসপোর্ট কখনো হ্যাক বা নকল করা সম্ভব না। কিছু দিন পূর্বে বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্ট নকল ধরা পরে যার কারনে সরকার এই ই-পাসপোর্ট নিয়ে আসে। তবে এখনো সর্ব স্তরে চালু না হলেও কিছু বিভাগ এবং জেলায় চালু হয়েছে। যেমন ঢাকা, গাজিপুর এবং চট্রগ্রাম। এই সব বিভাগ বা জেলার বাসিন্দারা চাইলেই ই পাসপোর্ট করতে পারবেন। কিছু দিন পূর্বে আমি ঢাকা থেকে ই পাসপোর্ট সংগ্রহ করেছি। ই পাসপোর্ট মুলত একটি সিম কার্ড লাগানো থাকে যার মধ্যে আপনার সকল ইনফরমেশন থাকে। আপনি যখন এই ই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে যাবেন তখন আপনাকে ইমিগ্রেশন সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হবে না। আপনার সামনে মেশিন থাকবে সেখানে পাসপোর্ট পাস করলে আপনার লক খুলে যাবে এবং আপনি ভিতরে গিয়ে ইমিগ্রেশন অফিসারের সিল নিতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে ই পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করবেন।
ই পাসপোট করার জন্য পাসপোর্ট অফিসে একটি নিদিষ্ট ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে ফরম পুরন করে আপনার নিদিষ্ট আরপিও বা পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন।
ই পাসপোর্ট পুরন করার জন্য https://epassport.gov.bd/ এ ই ওয়েব সাইট টি যেতে হবে। ওয়েবসাইট এ যেতে করুন।
আপনি ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের মতো একটি ইন্টাপেস দেখতে পারবেন এর পর এ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন।
এখানে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে Yes এ ক্লিক করে আপনার জেলার নাম এবং থানার নাম দিবেন এরপর আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসের ঠিকানা দিবে সেখানে গিয়ে ফরম জমা করবেন। এর পর CONTINUE এ ক্লিক করবেন এর পর আপনাকে নিচের পেজে নিয়ে আসবে।
এখানে আপনার ইমেইল এবং ক্যাপসা টি পুরন করে আবার CONTINUE তে ক্লিক করবেন। এর পর আপনাকে তারা নতুন একটি পেজে নিয়ে যাবে যেখানে আপনার একাউন্ট এর পাস ওয়ার্ড
সেট করবেন আপনার ফুল নাম এবং আপনার প্রথম নাম এবং সারনেম দিবেন যেমন টা আপনি পাসপোর্ট এ দেখতে চান। এর পর আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপসা পুরন করে CREATE ACCOUNT ক্লিক করবেন
আপনার কাছে নিম্মের মতো মেইল যাবে।
এই রকম মেইল পাবেন। এখানে দেখানে লিংক এ ক্লিক করবেন। এরপর নিম্মের মতো আসবে এরপ সাইন ইন ক্লিক করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড
দিয়ে লগিন করবেন।