Technology Is Your Hand
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হলো একটি স্বাধীন মুক্ত পেশা। এখানে যেকেউ নিজের ইচ্ছে মতো কাজ করে কেউ যদি চায় তো কাজ করবে না চাইলে করবে না। এটা ব্যাক্তিগত ব্যাপার। তবে যে কাজ করবে সে লাভবান হবে। এখানে আপনি চাইলে ১-২ লাখ টাকা কামাতে পারেন আবার না চাইলে ১-২ হাজার টাকা ও না। সকল কাজে ইচ্ছে থাকা লাগে আর কাজ জানা লাগে। কাজ জানলে আপনি আয় করতে পারবেন না হলে আপনি শুন্য হাতে পিরতে হবে। ফ্রিল্যান্সি (freelancing) কথা টা যতো সহজ ততোই কঠিন। আপনাকে নিয়মিত কাজ করতে হবে তবে আপনার যখন মন চায় আপনার মুক্তপেশা আপনি ইচ্ছে মতো করবেন। আপনার কাজ হবে সঠিক। আপনি এই পেশা থেকে প্রচলিত চাকরির তুলনায় বেশি আয় করতে পারবেন।
কাজের ধরন (Works type):
ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়ায় একাজের চাহিদা বেশি আপনি দেশি বিদেশি ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ রাখতে পারেন। এধরনে কাজ সাধারনত লেখা লেখি অনুবাদ।
এর মধ্যে শীর্ষে থাকা কয়েকটি কাজ _
লেখালেখি অনুবাদ করা, প্রবন্ধ লেখা, এক ভাষা থেকে আরেক ভাষা, ওয়েবসাইট এর জন্য কন্টেন্ট লেখা,ছোট গল্প বড় গল্প, ইত্যাদি।
সাংবাদিকতা: অনেকে সাংবাদিকতা করেন বিভিন্ন নিউজ সাইট গুলাতে মতামত দেন। ছবি কন্টেন্ট দিয়ে থাকেন।
গ্রফিক্স ডিজাইন: অনেকে লোগো ডিজাইন করে, ওয়েবসাইট ব্যানার তৈরি করে, ডিজাইন পাঠিয়ে আয় করতে পারে।
ওয়েব ডেভলপমেন্ট: ওয়েবসাইট তৈরী করে এর ডিজাইন করে,হোস্টিং করাএই সম্পর্কিত কাজ।
কম্পিউটার প্রোগ্রামিং : কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েবসাইট প্রোগ্রামিং এর মধ্যে পরে। আপনারা যেকোন একটা বেচে নিতে পারেন।
সরকারী কাজ : সরকারি কাজ বলতে সাধারনত ডাটা এন্ট্রি করা। প্রশাসনিক কাজ এ সহায়তা করা
গ্রাহক সেবা :প্রতিটি প্রতিষ্ঠান তাদের গ্রাহককে অনলাইনে সেবা প্রদান করে থাকে আর সে সু্যোগ আপনি নিতে পারেন। এভাবে আপনি অনেক টাকা আয় করতে পারেন।। এসব দেশি বিদেশি প্রতিষ্ঠান প্ররচুর পরিমান টাকা এ ক্ষেত্র ব্যায় করে থাকে
অনলাইনে কাজ করার মত কিছু সাইট:
আমরা অনেক সাইট দেখে থাকি তবে সবাই আপনাকে টাকা দিবে না অনেক সাইট আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে এবং আপনাকে কোন টাকা দিবে না এতে আপনি হতাস হয়ে যাবেন।তাই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে।আমার দেখা কিছু বেস্ট সাইট হলো
এসব সাইট আপনার আর প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক তৈরী করে। আপনি এসব সাইট এ এ্যাকাউন্ট খুলে এ্যাড দেন আর প্রতিষ্ঠান ও এ্যাকাউন্ট খুলে আপনার সাথে ডিল করে আর এর মাঝ থেকে সাইট গুলা ইন্টারেষ্ট লাভ করে আর এটাই এসব সাইট এর ব্যবসা
।আপনাকে ভাল কাজ পেতে ভাল ভাল কাজের details দিতে হবে। সো আপনারা বুঝে শুনে কাজ করুন। আপনার জন্য হতে পারে ফ্রিল্যান্সিং। আমার আর ও পোষ্ট দেখতে
No comments:
Post a Comment