এবার আপনিও ঘরে বসে আয় করতে পারবেন তাই আমার নিবন্ধন টা আপনাকে সম্পূর্ন পরতে হবে।
আমরা হয়তো অনেকে ভাবছি অ্যাফেলিয়েট মার্কেটিং কি? তো বন্ধুরা আমার আজকের এই পোস্ট টি শুধু তাদের জন্য যারা এখনো অ্যাফেলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারনা নেই। আপনি আয় করতে চান কিভাবে শুরু করবেন বুঝতে ছেন না তারা এদিকে আসুন। আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা আয়ের উৎস আপনি কোন কষ্ট ছাড়া আয় করতে পারেন। আপনি আয় করতে হলে আপনাকে আমার লেখাটা পুরো পড়তে হবে ।
আপনি আমার লেখাটা পুরো না পড়লে কিছু বুঝবেন না।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি: এটি এমন একটি মার্কেটিং সিস্টেম যা আমাদেরকে হাতের মধ্যে মার্কেট কে এনে দিয়েছে। আমরা জানি যে অনেক অনলাইন মার্কেটিং সাইট আছে যারা বিভিন্ন আইটেম বিক্রি করে থাকে। আর এর প্রসারের জন্য তাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং। তারা এভাবে নিজেদের ব্যবসা কে বাড়ায় এবং অন্যকে ও আয় করার সুযোগ দেয়। মার্কেটিং সাইট গুলো তাদের প্োডাক্ট গুলা বিক্রি করে দেয়ার জন্য কওছু লিংক দেয় ওই লিলক আপনাকে কপি করে আপনি প্রচার করলে কেউ যদি ওই লিংক ইউস করে ঔই পন্য বা অন্য কোন পন্য কিনে তবে তারা এর মধ্যে থেকে আপনাকে কিছু দিয়ে থাকে আপনি যদি তাূের ১০০ ডলার এর পন্য বিক্রি করে দেন তবে এর বিনিময়ে আপনাকে ৫ ডলার দিবে এভাবে আপনি অনেক ডলার আয় করতে পারবেন।
তো আসুন শুরু করা যাক কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন।
আমি সফল হয়েছি আপনি ও হবেন। আপনাকে অ্যাফলিয়েট মার্কেটিং করতে হলে আপনার ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে। আমার মতে ওয়েব সাইট ই সব চেয়ে ভাল। আপনার যদি একটি ২০০০ হাজার ভিউয়ার এর একটি ওয়েবসাইট থাকে তো আপনার আয় হবে আমি আপনাকে গ্রারান্টি দিব। মার্কেটিং এর জন্য ডোমেইন হোস্টিং করা একটি ওয়েব সাইট থাকতে হবে তবেই আপনি সাবচেয়ে বেশি আয় করতে পারবেন। আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক এ গিয়ে রিজিস্টেশন করতে হবে। এর পর আপনাকে ওরা কিছু লিংক দিবে আপনি যে পন্য টা বিক্রি করে দিতে চান তার লিংক টা কপি করে আপনার সাইট এ এ্যাড দিন। কেউ ঐ এ্যাড এ ক্লিক করে পন্যটি কিনলে আপনাকে লাভের কিছু অংশ দিবে।অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক সাইট আছে তবে অ্যামাজন এ ভাল লাভ হয়। তবে আরো কিছু ওয়ে আছে সেটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এ আপনাকে কিছু ইনবেস্এ করতে হবে তাহলে আপনার কোন কাজ ছাড়ায় আয় করতে পারবেন। ওরা আপনাকে ডলার দিবে। যদি সাইট ইউড করতে চান তবে তাদের ভিত্তিতে ওটা তাদের নিশ সাইট।নিস সাইট গুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছআর তাদের আয় ও বাড়ছে তো আমি মনে করি আপনি ও এই ধটনের সাইট এ কাজ করবেন। তো আপনাকে প্রথমত
করতে হবে। এর পর আপনার কাজ শুরু।
আপনার ইচ্ছে মতো প্রোডাক্ট প্রছন্দদ করে তার লিংক কপি করে প্রচার করবেন। আর এভাবে আপনি সফল হবেন। আমাদের আজকের পোস্টটি হলো আপনাকে অ্যামাজন (Amazon) সম্পর্কে ধারনা দেওয়া তো আমাদের পরের পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।এর জন্য আপনাকে আমাদের website এর
good
Reply